মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫

Questions & Answers (বাংলাদেশের ভৌগলিক অবস্থান )

প্রশ্ন: বাংলাদেশের আয়তন কত ?উঃ ১,৪৭,৫৭০ বর্গ কিঃ মিঃ। 
 প্রশ্ন: আয়তনের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের স্থান কত ?উঃ ৯০ তম।
 প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?উঃ বাংলাদেশ। 
 প্রশ্ন: বাংলাদেশের কোন অঞ্চল এবং কতখানি জায়গা নিয়ে বরেন্দ্রভূমি বিস্তৃত?উঃ রাজশাহী অঞ্চলে প্রায় ৯৩২০ বর্গ কিঃ মিঃ।
 প্রশ্ন: মধুপুর ও ভাওয়ালের গড় কোথায় অবস্থিত?উঃ গাজীপুর, ময়মনসিংহ এবং টাঙ্গাইল।
 প্রশ্ন: মধুপুর ও ভাওয়াল গড়ে আয়তন কত?উঃ প্রায় ৪৩১০ কিঃ মিঃ।
প্রশ্ন: লালমাই পাহাড়ের আয়তন এবং গড় উচ্চতা কত?উঃ আয়তন ৩৩.৬৫ বর্গ কিঃমিঃ এবং গড় উচ্চতা ২১ মি: 
 প্রশ্ন: বাংলাদেশের পলল সমভুমি এলাকার আয়তন কত?উঃ প্রায় ১,২৪,২৬৬ বর্গ কিঃমিঃ।
 প্রশ্ন: পস্নাবন ভুমি এলাকার গড় উচ্চতা কত?উঃ সমুদ্র পৃষ্ট হতে প্রায় ৯.১৪ মিটার বা ৩০ ফুট।
 প্রশ্ন: সমুদ্র তল থেকে দিনাজপুরের উচ্চতা কত?উঃ ৩৭.৫০ মিটার।
প্রশ্ন: সমুদ্রতল থেকে বগুড়ার উচ্চতা কত ?উঃ ২০ মিটার। 
 প্রশ্ন: সমুদ্রতল থেকে নারায়নগঞ্জ এবং রাজশাহীর উচ্চতা কত?উঃ ৮ মিটার। 
 প্রশ্ন: বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত ?উঃ ৫,১৩৮ কিলোমিটার। (৭১১ কিঃমিঃ সমুদ্র উপকূলসহ)
 প্রশ্ন: বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত ?উঃ ৭১১ কিঃ মিঃ বা ৪২২ মাইল।
 প্রশ্ন: কক্সবাজার সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত ?উঃ ১৫৫ কিলোমিটার।
 প্রশ্ন: বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত?উঃ ১২ নটিক্যাল মাইল।
 প্রশ্ন: বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?উঃ ২০০ নটিক্যাল মাইল।
 প্রশ্ন: ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত কত?উঃ ৪,১৫৬ কিঃমিঃ।(পশ্চিমবঙ্গ-২২৬২ কিঃমিঃ, আসাম-২৬৪ কিঃমিঃ, মেঘালয়-৪৩৬ কিঃমিঃ,ত্রিপুরা-৮৭৪ কিঃমিঃ ও মিজোরাম-৩২০ কিঃমিঃ) 
 প্রশ্ন: ভারতের সাথে বাংলাদেশের অমিমাংশিত সীমান্ত কত?উঃ ৬.৫ কিলোমিটার।(২০১১ সালে সীমানা চিহ্নিত করা হয়েছে, কিন্তু এখনও কোন দেশের সংসদে অনুমোদিত হয়নি)
 প্রশ্ন: ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি কখন স্বাক্ষরিত হয়?উঃ ১৬ মে, ১৯৭৪।
 প্রশ্ন: মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত কত?উঃ ২৭১ কিঃমিঃ।
 প্রশ্ন: বাংলাদেশের কোথায় কোথায় পর্বত আছে?উঃ পার্বত্য চট্টগ্রাম, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেটে। প্রশ্ন: বাংলাদেশের সর্ব দক্ষিণে কোন দ্বীপ অবস্থিত?উঃ সেন্টমার্টিন।
 প্রশ্ন: বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?উঃ সেন্টমার্টিন। প্রশ্ন: দক্ষিণ তালপট্টির ভারতীয় নাম কি?উঃ পূর্বাশা দ্বীপ বা নিউমুর। 
 প্রশ্ন: দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্ত কোথায় ?উঃ লালমানরহাট জেলার পাটগ্রাম থানায়। প্রশ্ন: দহগ্রামের আয়তন কত ?উঃ ৩৫ বর্গ কিঃ মিঃ। 
 প্রশ্ন: ভারতের ভেতরের বাংলাদেশের কতটি ছিটমহল আছে ?উঃ ৫১ টি। প্রশ্ন: বাংলাদেশী ছিটমহলগুলো ভারতের কোন জেলার অর্ন্তগত?উঃ পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার।
 প্রশ্ন: বাংলাদেশের ভেতরে ভারতের কতটি ছিটমহল আছে ?উঃ ১১১টি।

BANGLADESHER BIVINNO ELAKAR NAME