রবিবার, ২২ অক্টোবর, ২০১৭

BCS Bangla / শ্রীকৃষ্ণকীর্তন / Sri Kishnokirton / BCS Preparation / BCS Bangla / Job Preparation BD








BCS Bangla Choryapod / বিসিএস- বাংলা- চর্যাপদ / BCS Preparation / Charyapada / Job Preparation BD

বাঙালী জাতির অভ্যুদ্বয়

  1. প্রশ্ন: বাঙ্গালী জাতির পরিচয় কি? উঃ শংকর জাতি হিসেবে। 
  2. প্রশ্ন: বাংলা ভুমি খন্ডের প্রাচীন জনপদগুলোর নাম কি কি? উঃ গৌড় -(পুন্ড্রু, বরেন্দ্রীয়, রাঢ়), সুহ্ম-(তাম্র, লিপ্পি, সমতট), বঙ্গ-(বঙ্গাল, হরিকেল
  3. ) প্রশ্ন: রাজা শশাঙ্কের শাসনামলের পর বঙ্গ দেশ কয়টি জনপদে বিভিক্ত ছিল? উঃ ৩টি । যথাঃ পুন্ড্রু, গৌড়, বঙ্গ।
  4.  প্রশ্ন: প্রাচীন জনপদ পুন্ড্রের রাজধানীর ধ্বংশাবশেষ বর্তমান বাংলাদেশের কোথায় পাওয়া যায়? উঃ বগুড়া জেলার মহাস্থানগড়ে। 
  5. প্রশ্ন: দেশবাচক নাম হিসেবে বাংলা শব্দের ব্যবহার কখন প্রয়োগ হয় ? উঃ মুসলিম শাসনামলের প্রথম দিকে।
  6.  প্রশ্ন: সম্রাট আকবরের আমলে সমগ্র বঙ্গদেশ কি নামে পরিচিতি ছিল ? উঃ সুবহ-ই-বাঙ্গালাহ নামে। 
  7. প্রশ্ন: Bengal এবং Bangla কোন শব্দের রুপান্তর? উঃ ফারসী ‘বাঙ্গালহ্’ শব্দের। 
  8. প্রশ্ন: কোন গ্রন্থে বাংলা শব্দের প্রথম ব্যবহার হয়েছে? উঃ আইন-ই-আকবরী গ্রন্থে।
  9.  প্রশ্ন: সমগ্র বাংলাদেশ ‘বঙ্গ’ নামে ঐক্যবদ্ধ হয় কোন আমলে? উঃ পাঠান আমলে। 
  10. প্রশ্ন: প্রাচীন কর্ণসুবর্ণ বলতে কোন অঞ্চলকে বুঝায়? উঃ আধুনিক মুর্শিদাবাদ জেলার রাঙামাটি গ্রামকে।
  11.  প্রশ্ন: আর্যগণ কবে বাংলাদেশে আগমন করে? উঃ ২০০০ খ্রিঃ পূর্বাব্দে। 
  12. প্রশ্ন: আর্যগণ আগমনের পূর্বে এ দেশে কাদের বসবাস ছিল? উঃ অনার্যদের 
  13. প্রশ্ন: চীনা পরিব্রাজক হিউ-এন-স্যঙ কবে বাংলায় আগমন করেন ? উঃ সপ্তম শতকে। 
  14. প্রশ্ন: বাংলার শাসন পদ্ধতি সুষ্পষ্ট বিবরণ পাওয়া যায় কোন যুগে ? উঃ গুপ্ত যুগে। 
  15. প্রশ্ন: কোন সম্রাটের আমলে এ দেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে ? উঃ সম্রাট অশোকের আমলে। 
  16. প্রশ্ন: প্রাচীন সভ্যতার অভ্যুদয় ঘটে কোথায়? উঃ এশিয়া ও আফ্রিকা মহাদেশ। 
  17. প্রশ্ন: প্রাচীন বাংলাদেশে কয়টি জনপদ বিভক্ত ছিল ? উঃ তিনটি জনপদে। 
  18. প্রশ্ন: আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ? উঃ বেদ।
  19.  প্রশ্ন: বৈদিক যুগের শিক্ষার ভাষা কি ছিল ? উঃ সংস্কৃত। প্রশ্ন: বাংলার আদি জনগোষ্ঠীর কোন ভাষাভাষা ছিল ? উঃ অষ্ট্রিক। 
  20. প্রশ্ন: সিন্ধু সভ্যতা কোন যুগের? উঃ তাম্র যুগের। 
  21. প্রশ্ন: সিন্ধু সভ্যতা কখন আবিস্কার হয়? উঃ ১৯২২ সালে।
  22.  প্রশ্ন: গৌতম বুদ্ধের জন্ম স্থান কোথায়? উঃ লুম্বিনী (নেপাল)। 
  23. প্রশ্ন: বাঙ্গালী জাতির পরিচয় কি? উঃ শংকর জাতি হিসেবে। 
  24. প্রশ্ন: বাংলা ভুমি খন্ডের প্রাচীন জনপদগুলোর নাম কি কি? উঃ গৌড় -(পুন্ড্রু, বরেন্দ্রীয়, রাঢ়), সুহ্ম-(তাম্র, লিপ্পি, সমতট), বঙ্গ-(বঙ্গাল, হরিকেল) 
  25. প্রশ্ন: রাজা শশাঙ্কের শাসনামলের পর বঙ্গ দেশ কয়টি জনপদে বিভিক্ত ছিল? উঃ ৩টি । যথাঃ পুন্ড্রু, গৌড়, বঙ্গ।
  26.  প্রশ্ন: প্রাচীন জনপদ পুন্ড্রের রাজধানীর ধ্বংশাবশেষ বর্তমান বাংলাদেশের কোথায় পাওয়া যায়? উঃ বগুড়া জেলার মহাস্থানগড়ে। 
  27. প্রশ্ন: দেশবাচক নাম হিসেবে বাংলা শব্দের ব্যবহার কখন প্রয়োগ হয় ? উঃ মুসলিম শাসনামলের প্রথম দিকে। 
  28. প্রশ্ন: সম্রাট আকবরের আমলে সমগ্র বঙ্গদেশ কি নামে পরিচিতি ছিল ? উঃ সুবহ-ই-বাঙ্গালাহ নামে। প্রশ্ন: Bengal এবং Bangla কোন শব্দের রুপান্তর? উঃ ফারসী ‘বাঙ্গালহ্’ শব্দের।
  29.  প্রশ্ন: কোন গ্রন্থে বাংলা শব্দের প্রথম ব্যবহার হয়েছে? উঃ আইন-ই-আকবরী গ্রন্থে।
  30.  প্রশ্ন: সমগ্র বাংলাদেশ ‘বঙ্গ’ নামে ঐক্যবদ্ধ হয় কোন আমলে? উঃ পাঠান আমলে।
  31.  প্রশ্ন: প্রাচীন কর্ণসুবর্ণ বলতে কোন অঞ্চলকে বুঝায়? উঃ আধুনিক মুর্শিদাবাদ জেলার রাঙামাটি গ্রামকে। 
  32. প্রশ্ন: আর্যগণ কবে বাংলাদেশে আগমন করে? উঃ ২০০০ খ্রিঃ পূর্বাব্দে। 
  33. প্রশ্ন: আর্যগণ আগমনের পূর্বে এ দেশে কাদের বসবাস ছিল? উঃ অনার্যদের
  34.  প্রশ্ন: চীনা পরিব্রাজক হিউ-এন-স্যঙ কবে বাংলায় আগমন করেন ? উঃ সপ্তম শতকে। প্রশ্ন: বাংলার শাসন পদ্ধতি সুষ্পষ্ট বিবরণ পাওয়া যায় কোন যুগে ? উঃ গুপ্ত যুগে। 
  35. প্রশ্ন: কোন সম্রাটের আমলে এ দেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে ? উঃ সম্রাট অশোকের আমলে।
  36.  প্রশ্ন: প্রাচীন সভ্যতার অভ্যুদয় ঘটে কোথায়? উঃ এশিয়া ও আফ্রিকা মহাদেশ। 
  37. প্রশ্ন: প্রাচীন বাংলাদেশে কয়টি জনপদ বিভক্ত ছিল ? উঃ তিনটি জনপদে।
  38.  প্রশ্ন: আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ? উঃ বেদ। প্রশ্ন: বৈদিক যুগের শিক্ষার ভাষা কি ছিল ? উঃ সংস্কৃত।
  39.  প্রশ্ন: বাংলার আদি জনগোষ্ঠীর কোন ভাষাভাষা ছিল ? উঃ অষ্ট্রিক। 
  40. প্রশ্ন: সিন্ধু সভ্যতা কোন যুগের? উঃ তাম্র যুগের। 
  41. প্রশ্ন: সিন্ধু সভ্যতা কখন আবিস্কার হয়? উঃ ১৯২২ সালে। প্রশ্ন: গৌতম বুদ্ধের জন্ম স্থান কোথায়? উঃ লুম্বিনী (নেপাল)।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫

Questions & Answers (বাংলাদেশের ভৌগলিক অবস্থান )

প্রশ্ন: বাংলাদেশের আয়তন কত ?উঃ ১,৪৭,৫৭০ বর্গ কিঃ মিঃ। 
 প্রশ্ন: আয়তনের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের স্থান কত ?উঃ ৯০ তম।
 প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?উঃ বাংলাদেশ। 
 প্রশ্ন: বাংলাদেশের কোন অঞ্চল এবং কতখানি জায়গা নিয়ে বরেন্দ্রভূমি বিস্তৃত?উঃ রাজশাহী অঞ্চলে প্রায় ৯৩২০ বর্গ কিঃ মিঃ।
 প্রশ্ন: মধুপুর ও ভাওয়ালের গড় কোথায় অবস্থিত?উঃ গাজীপুর, ময়মনসিংহ এবং টাঙ্গাইল।
 প্রশ্ন: মধুপুর ও ভাওয়াল গড়ে আয়তন কত?উঃ প্রায় ৪৩১০ কিঃ মিঃ।
প্রশ্ন: লালমাই পাহাড়ের আয়তন এবং গড় উচ্চতা কত?উঃ আয়তন ৩৩.৬৫ বর্গ কিঃমিঃ এবং গড় উচ্চতা ২১ মি: 
 প্রশ্ন: বাংলাদেশের পলল সমভুমি এলাকার আয়তন কত?উঃ প্রায় ১,২৪,২৬৬ বর্গ কিঃমিঃ।
 প্রশ্ন: পস্নাবন ভুমি এলাকার গড় উচ্চতা কত?উঃ সমুদ্র পৃষ্ট হতে প্রায় ৯.১৪ মিটার বা ৩০ ফুট।
 প্রশ্ন: সমুদ্র তল থেকে দিনাজপুরের উচ্চতা কত?উঃ ৩৭.৫০ মিটার।
প্রশ্ন: সমুদ্রতল থেকে বগুড়ার উচ্চতা কত ?উঃ ২০ মিটার। 
 প্রশ্ন: সমুদ্রতল থেকে নারায়নগঞ্জ এবং রাজশাহীর উচ্চতা কত?উঃ ৮ মিটার। 
 প্রশ্ন: বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত ?উঃ ৫,১৩৮ কিলোমিটার। (৭১১ কিঃমিঃ সমুদ্র উপকূলসহ)
 প্রশ্ন: বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত ?উঃ ৭১১ কিঃ মিঃ বা ৪২২ মাইল।
 প্রশ্ন: কক্সবাজার সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত ?উঃ ১৫৫ কিলোমিটার।
 প্রশ্ন: বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত?উঃ ১২ নটিক্যাল মাইল।
 প্রশ্ন: বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?উঃ ২০০ নটিক্যাল মাইল।
 প্রশ্ন: ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত কত?উঃ ৪,১৫৬ কিঃমিঃ।(পশ্চিমবঙ্গ-২২৬২ কিঃমিঃ, আসাম-২৬৪ কিঃমিঃ, মেঘালয়-৪৩৬ কিঃমিঃ,ত্রিপুরা-৮৭৪ কিঃমিঃ ও মিজোরাম-৩২০ কিঃমিঃ) 
 প্রশ্ন: ভারতের সাথে বাংলাদেশের অমিমাংশিত সীমান্ত কত?উঃ ৬.৫ কিলোমিটার।(২০১১ সালে সীমানা চিহ্নিত করা হয়েছে, কিন্তু এখনও কোন দেশের সংসদে অনুমোদিত হয়নি)
 প্রশ্ন: ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি কখন স্বাক্ষরিত হয়?উঃ ১৬ মে, ১৯৭৪।
 প্রশ্ন: মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত কত?উঃ ২৭১ কিঃমিঃ।
 প্রশ্ন: বাংলাদেশের কোথায় কোথায় পর্বত আছে?উঃ পার্বত্য চট্টগ্রাম, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেটে। প্রশ্ন: বাংলাদেশের সর্ব দক্ষিণে কোন দ্বীপ অবস্থিত?উঃ সেন্টমার্টিন।
 প্রশ্ন: বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?উঃ সেন্টমার্টিন। প্রশ্ন: দক্ষিণ তালপট্টির ভারতীয় নাম কি?উঃ পূর্বাশা দ্বীপ বা নিউমুর। 
 প্রশ্ন: দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্ত কোথায় ?উঃ লালমানরহাট জেলার পাটগ্রাম থানায়। প্রশ্ন: দহগ্রামের আয়তন কত ?উঃ ৩৫ বর্গ কিঃ মিঃ। 
 প্রশ্ন: ভারতের ভেতরের বাংলাদেশের কতটি ছিটমহল আছে ?উঃ ৫১ টি। প্রশ্ন: বাংলাদেশী ছিটমহলগুলো ভারতের কোন জেলার অর্ন্তগত?উঃ পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার।
 প্রশ্ন: বাংলাদেশের ভেতরে ভারতের কতটি ছিটমহল আছে ?উঃ ১১১টি।

BANGLADESHER BIVINNO ELAKAR NAME